Home / সারাদেশ / ঘোড়াশাল পৌর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত-মনির হোসেন মোল্লা সভাপতি নির্বাচিত

ঘোড়াশাল পৌর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত-মনির হোসেন মোল্লা সভাপতি নির্বাচিত

মাহবুব সৈয়দ:-ঘোড়াশাল পৌরসভা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতি পদে
নির্বাচিত হয়েছেন মোঃমনির হোসেন মোল্লা ও সাধারন সম্পাদক মোঃকবির হোসেন নির্বাচিত হয়েছেন।
রবিবার ঘোড়াশাল বিকাল ৩ টায় শহর আঃলীগের কার্যলয় প্রাঙ্গনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ডাঃআনোয়ারুল আশরাফ খান দীলিপ। সম্মেলন উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-০২ সাংসদ কামরুল আশরাফ খান পোটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন-ঘোড়াশাল পৌরসভা মেয়র-মোঃশরীফুল হক।পলাশ থানা আঃলীগের সাধারন সম্পাদক ওবাইদূল কবির মৃধা।
ঘোড়াশাল পৌর আঃলীগের সাধারন
সম্পাদক এস এম শফি।
সম্মেলনকে ঘিরে স্ব-স্ব নেতাদের
ব্যানার,ফেস্টুন,তোরন বিলবোর্ডে ছেয়ে গেছে পৌর শহরের অলি গলি ও প্রধান সড়ক
গুলি।একিই পদে একাদিক প্রার্থীর পক্ষে বিশাল বিশাল মিছিল নিয়ে অংশ গ্রহন করেন হাজার হাজার যুবলীগ নেতা কর্মিরা।

Facebook Comments

About মাহবুব সৈয়দ