Home / সারাদেশ / রাজনীতি / দীর্ঘ ১৪ বছর পর আজ ঘোড়াশাল পৌর যুবলীগের সম্মেলন।

দীর্ঘ ১৪ বছর পর আজ ঘোড়াশাল পৌর যুবলীগের সম্মেলন।

মাহবুব সৈয়দ:-দীর্ঘ ১৩ বছর পর আজ রবিবার
> > নরসিংদীর ঘোড়াশাল পৌরসভা যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে ঘোড়াশাল পৌর যুবলীগের নেতা-কর্মিদের মধ্যে ব্যাপক
> > উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সম্মেলন নরসিংদী-০২ সাংসদ কামরুল আশরাফ খান পোটন ও পলাশ উপজেলা আঃলীগের সভাপতি ডাঃআনোয়ারুল আশরাফ খান দীলিপ সহ জেলা,থানা ও পৌর নেতারা উপস্থিত থাকবেন।
> > দীর্ঘদিন পর ঘোড়াশাল পৌরসভার সম্মেলনকে ঘিরে যুবলীগ নেতা-কর্মিরা এলাকায় ব্যানার ফেস্টুন ও পোষ্টার লাগানোয় যুবলীগের নেতা-কর্মিদের মধ্যে চাঙ্গা ভাব ফুটে উঠেছে। সভাপতি ও সম্পাদক হওয়ার আশায় অনেকেই ধর্না দিচ্ছেন শীর্ষ নেতাদের কাছে।
> > তবে, শীর্ষ নেতারা বলছেন যারা মাঠে সব সময় নেতা-কর্মিদের পার্শে থাকে এমন যোগ্য সম্পূর্নদেরকেই ঘোড়াশাল পৌর যুবলীগের সভাপতি সম্পাদকের পদ দেয়া হবে।
> > যুবলীগ নেতা-কর্মি সুত্রে জানা গেছে, ঘোড়াশাল  পৌরসভা যুবলীগের প্রতিটি ওয়ার্ডে সম্মেলনের
> > মাধ্যমে পূর্নাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ প্রায় ১৪ বছর পর আজ ঘোড়াশাল শহর আঃলীগ কার্যলয় প্রাঙ্গণে পৌর যুবলীগের সম্মেলনকে অনুষ্ঠিত হবে।
> > ঘোড়াশাল পৌর যুবলীগ সাধারন সম্পাদক মোঃশরীফ আহমেদ বলেন, দীর্ঘদিন পর ঘোড়াশাল  পৌরসভা যুবলীগের
> > সম্মলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলনে হাজার হাজার যুব নেতাদের সমাগম ঘটবে এই সম্মেলনকে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

Facebook Comments

About kalam khan